তোমায় ছুঁয়ে দিলাম

তোমায় ছুঁয়ে দিলাম


তোমায় ছুঁয়ে দিলাম


চোখটা মেলে দেখ তুমি,
আমি আছি দাড়িয়ে
তোমায় ছুঁয়ে দিলাম কথা যাবোনা
হাতটা আমার ধরো আবার,
দিয়েছি বাড়িয়ে
জরিয়ে হাত রাখবো আমি,
দেবো না আর ছাড়িয়ে,,,
অভিমানে কেন যে আজ ভালোবাসার
শেষটা টানছো,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, এমন
কেনো করছো,
কাছে এনে আমায় ফিরিয়ে দিচ্ছ,,,
এমন কেনো করছো
পাশে রবে বলে চলে যাচ্ছ
এমন কেনো করছো
কাঁদিয়ে আমায় নিজে কি সুখ পাচ্ছ,,

Related Posts

Subscribe Our Newsletter

0 Comments to "তোমায় ছুঁয়ে দিলাম"

একটি মন্তব্য পোস্ট করুন